মোরাদাবাদে পর্যাপ্ত ইউরিয়া মজুত, জানালেন জেলা কৃষি আধিকারিক
মোরাদাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় রবি মরশুমে গম চাষ প্রায় শেষের পথে এবং বর্তমানে ইউরিয়া দেওয়ার কাজ জোরকদমে চলছে। এই প্রেক্ষিতে জেলায় ইউরিয়ার কোনও ঘাটতি নেই বলে শুক্রবার জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক ডা. রাজেন্দ্র
মোরাদাবাদে পর্যাপ্ত ইউরিয়া মজুত, জানালেন জেলা কৃষি আধিকারিক


মোরাদাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় রবি মরশুমে গম চাষ প্রায় শেষের পথে এবং বর্তমানে ইউরিয়া দেওয়ার কাজ জোরকদমে চলছে। এই প্রেক্ষিতে জেলায় ইউরিয়ার কোনও ঘাটতি নেই বলে শুক্রবার জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক ডা. রাজেন্দ্র পাল সিং।

তিনি জানান, জেলায় মোট ৩৮,৭১১ মেট্রিক টন ইউরিয়া মজুত। এর মধ্যে ইতিমধ্যেই ১৯,৮৭২ মেট্রিক টন ইউরিয়া সমবায় ও বেসরকারি সার বিক্রয় কেন্দ্রগুলির মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখনও ১৮,৮৩৯ মেট্রিক টন ইউরিয়া মজুত রয়েছে। পাশাপাশি প্রতিদিন গড়ে ২০০ মেট্রিক টন ইউরিয়া সড়কপথে জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রায় সমস্ত সক্রিয় সমবায় সমিতিতেই ইউরিয়া সহজলভ্য রয়েছে।

জেলা কৃষি আধিকারিক আরও জানান, জেলাশাসকের নির্দেশে সমস্ত খুচরো সার বিক্রেতাকে পিওএস মেশিনের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী নির্ধারিত দামে (প্রতি ব্যাগ ২৬৬.৫০ টাকা) ইউরিয়া বিক্রি করতে বলা হয়েছে। কোনও কেন্দ্র বেশি দামে সার বিক্রি বা ট্যাগিং করলে সার নিয়ন্ত্রণ আইন, ১৯৮৫ এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি কৃষকদের পরামর্শ দেন, কৃষি বিভাগের কর্মী ও কৃষি বিজ্ঞানীদের সুপারিশ অনুযায়ী নির্ধারিত মাত্রায় ইউরিয়া ও অন্যান্য সার ব্যবহার করতে। অতিরিক্ত সার ব্যবহারে যেমন কৃষকের আর্থিক ক্ষতি হয়, তেমনই মাটির স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande