
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই খসড়া ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আনতে মাইক্রো অবজারভার নিয়োগে সম্মতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত, প্রস্তুতি ও নিবিড় সংশোধনীর কাজ দ্রুত শেষ করতে হবে ভোটারদের জন্য। মোট ১০ দফা নির্দেশ রয়েছে। ব্লক লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম অনুযায়ী যে সমস্ত তথ্য আপলোড করেছে তা যথাযথ কিনা খতিয়ে দেখা প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ কাজ। ভোটারদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত স্পর্শকাতর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বলা রয়েছে ওই জরুরি নির্দেশিকায়। এদিন তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতরেও ওই বার্তা এদিন পৌঁছেছে।
এদিকে, নির্বাচনী তালিকার প্রস্তুতি ও সংশোধন প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে ইলেক্টোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগে সম্মতি দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মধ্য থেকেই ওই অবজারভার নিয়োগ করা হবে। তাঁরা বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) চলাকালীন ভোটার তালিকার ত্রুটি খতিয়ে দেখা, নথি যাচাই ও শুনানি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন মাইক্রো অবজারভাররা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত