কমেডিয়ান জুটির পরিবারে সুখবর, দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং
মুম্বই, ২০ ডিসেম্বর (হি. স.): কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া পরিবারে সুখবর। তাদের দ্বিতীয় পুত্রের জন্ম হয়েছে। এই খবর তারা সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে তারা লিখেছেন, “লিম্বাচিয়া
কমেডিয়ান জুটির পরিবারে সুখবর, সমাজ মাধ্যমে জানালেন দ্বিতীয় সন্তানের খবর


মুম্বই, ২০ ডিসেম্বর (হি. স.): কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া পরিবারে সুখবর। তাদের দ্বিতীয় পুত্রের জন্ম হয়েছে। এই খবর তারা সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে তারা লিখেছেন, “লিম্বাচিয়া পরিবারের ঘরে আবারও ছেলে হয়েছে।”

ভিডিও প্রকাশের পর ফ্যান ও সহকর্মীরা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেত্রী রাশ্মি দেশাই লিখেছেন, “গোলা এবং মা-বাবাকে অনেক অনেক শুভেচ্ছা,” অন্যদিকে আদা খান ও প্রতীক সেহজপাল সহ আরও অনেক শিল্পীও তাদের দ্বিতীয়বার পিতামাতা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

৪১ বছর বয়সী ভারতী এই সময়ে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ পেয়েছেন। ১৯ ডিসেম্বর সকালে তার শো ‘লাফটার শেফস ৩’ শুটিংয়ের জন্য যাওয়ার সময় হঠাৎ স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি পুত্রকে জন্ম দেন। উল্লেখযোগ্য, ভারতী ও হর্ষের পরিচয় হয়েছিল ‘কমেডি সার্কাস’ সেটে এবং ২০২২ সালে তারা তাদের প্রথম ছেলে গোলা’র আগমনকে স্বাগত জানিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande