বক্স অফিসে বাজিমাত ধুরন্ধর , পাল্লা দিচ্ছে অবতার
মুম্বই, ২০ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্র
ধুরন্ধর


মুম্বই, ২০ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।

শনিবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ১৫ তম দিনে অর্থাৎ শুক্রবার ছবিটি আয় করেছে ২২.৫০ কোটি টাকা । এর আগে ১৪ তম দিনে ছবিটির আয় ২৩.২৫ কোটি টাকা। ইতিমধ্যেই এই ছবি বিশ্বব্যাপী আয় করেছে ৭৩৭.৫ কোটি টাকা ।

অন্যদিকে শুক্রবার মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহু প্রতীক্ষিত ছবি অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশেজ । তবে বিগ বাজেটের হলিউড ছবি অনেকটাই ক্ষীণ করতে পারে ধুরন্ধরের আয় , এমনটাই মনে করা হয়েছিল । তবে হলি ছবির প্রথম দিনের আয় অতিক্রম করতে পারেনি ধুরন্ধরের আয়ের গতিকে । মুক্তির প্রথম দিনে অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশেজ আয় করেছে ২০ কোটি টাকা। ছবির মোট বাজেট ছিল ৩,৬০০ কোটি টাকা ।

এছাড়াও , শুক্রবার মুক্তি পেয়েছে সঞ্জয় মিশ্র এবং মহিমা চৌধুরীর কমেডি ছবি দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি। তবে মুক্তির প্রথম দিন এর আয় খুবই কম ৬ লক্ষ টাকা । কপিল শর্মার কিস কিস কো প্যার করুণ ২ এখনও পর্যন্ত মাত্র আয় করেছে ১১ কোটি টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande