
মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর (হি. স. ) : সোমবার একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল হুমায়ুন কবীরের বক্তব্যে।
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক এদিন বলেন, ”যেদিন মাথা গরম হবে, এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করব।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ট্যালেন্ট’ আছে বলেও মন্তব্য করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
হুমায়ুন আগেই জানিয়েছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য। কারণ, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউই হুমায়ুনকে মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত ৯০টি আসনে জেতাতে হবে তাঁর নতুন দলকে।
এদিন কিছু প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন। তাঁর কথায়, বাংলার মানুষের উন্নয়নই দলের মুল লক্ষ্য।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসও করেন। তবে ইতিমধ্যে হুমায়ুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে তৃণমূল। প্রথমে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেন হুমায়ুন। পরে যদিও সিদ্ধান্ত বদল করে জানান, কোনওভাবেই বিধায়ক পদ ছাড়বেন না তিনি। এই পরিস্থিতিতে নয়া দল ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত