ছত্তিশগড়ে অবৈধ খনন ও বালি পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
রায়পুর, ২২ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের রায়পুর জেলায় অবৈধ খনন ও বালি পরিবহনের বিরুদ্ধে নজরদারি জোরদার করেছে প্রশাসন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার খনিজ দফতরের একটি দল আড়ংয়ের সামোদা, কাগদেহি এবং হারদিদি অঞ্চলে বালির খনি এলাকায় আকস্মিক পরিদর
ছত্রিশগড়ে অবৈধ বালি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ


রায়পুর, ২২ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের রায়পুর জেলায় অবৈধ খনন ও বালি পরিবহনের বিরুদ্ধে নজরদারি জোরদার করেছে প্রশাসন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার খনিজ দফতরের একটি দল আড়ংয়ের সামোদা, কাগদেহি এবং হারদিদি অঞ্চলে বালির খনি এলাকায় আকস্মিক পরিদর্শন চালায়। পরিদর্শনের সময় একাধিক স্থানে অবৈধ বালি খননের কার্যকলাপ ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে কড়া ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালীন সমোদা ও কাগদেহি বালি খনি এলাকা থেকে যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি অবৈধ খনন কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

অবৈধ খননের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট বালি খনির পরিচালকদের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলাশাসক জানিয়েছেন, অবৈধ খনন ও বালি পরিবহনের উপর প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। তিনি স্পষ্ট করেন, জেলায় কোনও অবস্থাতেই অবৈধ খনন বরদাস্ত করা হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande