
নৈনিতাল, ২২ ডিসেম্বর (হি.স.) : ২০২০ সালের জানুয়ারিতে ভীমতাল থানা এলাকার ভীমতাল–রানিবাগ রাজ্য সড়কে গুলি করে নাজিম আলিকে হত্যার ঘটনায় পাঁচ বছর পর রায় দিল আদালত। সোমবার বহুচর্চিত এই মামলায় নাজিমের প্রেমিকা আমরীন জাহান এবং রাধেশ্যাম বাল্মীকিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, অর্থসংক্রান্ত বিবাদ থেকে পূর্বপরিকল্পিত ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যা সংঘটিত হয়। নাজিমের বিয়ে স্থির হওয়ার পর আর্থিক সহায়তা বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হয়ে আমরীন, রাধেশ্যামের সঙ্গে মিলে নাজিমকে হত্যার পরিকল্পনা করে। ভীমতাল ঘোরার অজুহাতে ডেকে এনে চন্দা দেবীর কাছে ৩১৫ বোরের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে নাজিমকে হত্যা করা হয়।
পুলিশ কল ডিটেইল রেকর্ড, সিসি ক্যামেরার ফুটেজ ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে মামলার রহস্যভেদ করে। প্রসিকিউশনের পক্ষে ১৬ জন সাক্ষী পেশ করা হয়। আদালত জানায়, মামলাটি ‘রেয়ারেস্ট অব রেয়ার’ নয়, তাই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডই উপযুক্ত।
আদালত ভারতীয় দণ্ডবিধির ধারায় উভয় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। রাধেশ্যামকে অস্ত্র আইনের ধারায় অতিরিক্ত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ থেকে ৪০ হাজার টাকা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রায়ে আদালত কুরআন ও মনুস্মৃতির উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছে, নির্দোষ হত্যাকে সর্বোচ্চ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য