বিএলএ-দের বৈঠকের সভামঞ্চ থেকে সরাসরি দিল্লি দখলের ডাক মমতার
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : এসআইআর নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। এমন অভিযোগ আগেই করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ ও বিএলএ-২দের বৈঠক থেকে আরও এক ধাপ এগিয়ে সরাসরি দিল্লি দখলের ডাক দিলেন
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) :

এসআইআর নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। এমন অভিযোগ আগেই করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ ও বিএলএ-২দের বৈঠক থেকে আরও এক ধাপ এগিয়ে সরাসরি দিল্লি দখলের ডাক দিলেন তিনি।

স্পষ্ট হুঁশিয়ারি দেন, “যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনাদের। এবার ওদের দিল্লি কেড়ে নেব!” বক্তব্যের শুরু থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে মমতা বলেন, এসআইআর করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে।

তাঁর কথায়, “কমিশন ভাবে কী? ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেবে? মানুষই আপনাদের বাদ দিয়ে দেবে।” বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে। কারণ ওরা মাঠে নামে না, ওরা থাকে টিভির পর্দায়। আর আমরা থাকি মানুষের মধ্যে।” সেই সঙ্গে কটাক্ষ ছুঁড়ে যোগ করেন, “ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে!”

এদিনের বক্তব্যে ছিল একের পর এক রাজনৈতিক হুঁশিয়ারি। বিজেপিকে রুখতে কর্মীদের প্রাণপণ লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন, “প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না—কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমাদের জিততেই হবে।”

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কার্যত বিজেপির ‘শেষ অধ্যায়’ বলে ঘোষণা করেন তৃণমূলনেত্রী। তাঁর কণ্ঠে স্পষ্ট বার্তা, “২৬-এর নির্বাচন হবে বিজেপির বিসর্জন। বিজেপির দালালদের বিসর্জন। বিজেপিকে জিরো করে দিতে হবে।”

একই সঙ্গে মতুয়া, তপসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশেও আশ্বাসের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ওরা টাকা দিয়ে আপনাদের ভাগ করতে চাইছে। ওদের টোপে পা দেবেন না।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande