বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে বনধ কিশতওয়ারে
জম্মু, ২২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের সনাতন ধর্মসভার ডাকে মঙ্গলবার কিশতওয়ারে পূর্ণ বনধ হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ
বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে বনধ কিশতওয়ারে


জম্মু, ২২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের সনাতন ধর্মসভার ডাকে মঙ্গলবার কিশতওয়ারে পূর্ণ বনধ হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কিশতওয়ারের কুলিদ চকে সনাতন ধর্মসভা কিশতওয়ারের জেলা সভাপতির নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিরোধী দলনেতা সুনীল শর্মা, সনাতন ধর্মসভার সদস্যরা এবং বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বাংলাদেশে নিরীহ হিন্দু যুবকের হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে লজ্জাজনক বলে অভিহিত করেন| বলেন যে আইন, ন্যায়বিচার এবং মানবাধিকারের কোনও মূল্য নেই। গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুনীল শর্মা রাষ্ট্রসংঘের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন যে, কিশতওয়ারের ডেপুটি কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যাতে ভারত সরকার কঠোর ব্যবস্থা নেয়| নিরীহ হিন্দু যুবকদের হত্যা বন্ধে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

--------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande