বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা বেকায়দায়, বিপক্ষে মুম্বাই ঈ
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : বাংলা দল বেশ চাপে। বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে চাপে ফেলে দেয় মুম্বই ক্রিকেট দল। প্রথম দিনের খেলা শেষ হতে এমন অবস্থা। অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম দিন মঙ্গলবার মুম্বইয়ের কাছে বড় চ্যালে
বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা বেকায়দায়, বিপক্ষে মুম্বাই ঈ


কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : বাংলা দল বেশ চাপে। বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে চাপে ফেলে দেয় মুম্বই ক্রিকেট দল। প্রথম দিনের খেলা শেষ হতে এমন অবস্থা। অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম দিন মঙ্গলবার মুম্বইয়ের কাছে বড় চ্যালেঞ্জের সম্মুখীন এই মুহূর্তে বাংলা। ভুবনেশ্বরের কেআইআইটি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় ও দিনের শেষে মুম্বইয়ের দলগত স্কোর ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান। আয়ুষ শেটে ২৫৫ বলে ১৩৯ রান ও হর্ষ শৈলেশ কদম ৯৭ বলে ৫৭ রানে অপরাজিত। ঋষভ এস ৫৫ ও আয়ুষ শিন্ডে ৪৫ রান করে সাজঘরে ফেরে। ত্রিপর্ণ সামন্ত ও সায়ক জানা একটি করে উইকেট তুলে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande