বুধবার ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছেন কোহলি
মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.) : প্রায় ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে বুধবার মাঠে নামছেন কোহলি আসন্ন নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে। কেরিয়ারের পড়ন্ত বেলায় আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। প্রত্যাবর্তনের এই ম্যাচে আ
আজ ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছেন কোহলি


মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.) : প্রায় ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে বুধবার মাঠে নামছেন কোহলি আসন্ন নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে।

কেরিয়ারের পড়ন্ত বেলায় আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। প্রত্যাবর্তনের এই ম্যাচে আর মাত্র ১ রান করলেই লিস্ট-এ ক্রিকেটে বিরাট কোহলির রান হবে ১৬ হাজার। শচিন টেন্ডুলকারের পর প্রথম কোনও ভারতীয় ব্যাটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এখনও পর্যন্ত কোহলি ৩৪২টি লিস্ট-এ ম্যাচে ১৫,৯৯৯ রান করেছেন। ৫৭.৩৪ গড়ে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৫৭টি, আর ফিফটি আছে ৮৪টি। সবশেষ ২০১০ সালে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন কোহলি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande