
এমিরেটস, ২৪ ডিসেম্বর (হি.স.) : এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। ১-১ সমতায় নিয়মিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ক্রিস্টালের ডিফেন্ডার ম্যাসেন্স লাক্রয়ের ভুলে ৮০ মিনিটে লিড পেয়ে যায় আর্সেনাল। আত্মঘাতী সে গোলে জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল স্বাগতিকদের। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে ক্রিস্টালের আশা বাঁচিয়ে রাখেন মার্ক গুয়েহি। এরপর টাইব্রেকারে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে সেমিতে যায় আর্সেনাল।
কারাবো কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। ফাইনাল নিশ্চিতের মিশনে আগামী ১৪ জানুয়ারি প্রথম লেগে আর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে লড়বে দুদল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি