ভারত সফরের জন্য নিউ জিল্যান্ডের দল ঘোষণা
ওয়েলিংটন, ২৪ ডিসেম্বর (হি.স.) : আগামী মাসে ভারত সফরে আসছে নিউ জিল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। ভারত সফরে নিউ জিল্যান্ড দলে বেশকিছু নতুন মুখ রয়েছে
ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা


ওয়েলিংটন, ২৪ ডিসেম্বর (হি.স.) : আগামী মাসে ভারত সফরে আসছে নিউ জিল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। ভারত সফরে নিউ জিল্যান্ড দলে বেশকিছু নতুন মুখ রয়েছে।

আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে সফর শুরু হবে নিউ জিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

ওয়ানডে স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটে থাকা মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন স্যান্টনার।

নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande