
মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.) : বিহারের ওপেনার বৈভব সূর্যবংশী বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে এক দুর্দান্ত সেঞ্চুরি করে বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-তে উজ্জ্বল করে তুলেছেন , মাত্র ৩৬ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন। এটি লিস্ট এ ক্রিকেটে কোনও ভারতীয়ের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
ভারতীয় রেকর্ডটি পঞ্জাবের আনমোলপ্রীত সিং-এর দখলে, যিনি ২০২৪ সালে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
তবে সামগ্রিক লিস্ট এ রেকর্ডটি অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের, যিনি ২০২৩-২৪ মরসুমে তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। সর্বকালের তালিকায় দক্ষিণ আফ্রিকার গ্রেট এবি ডি ভিলিয়ার্সের নাম এরপর, তিনি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন।
ভারতীয়দের দ্রুততম লিস্ট এ সেঞ্চুরি:
**৩৫ বল - আনমোলপ্রীত সিং, পিইউজেবি বনাম এআরপি, ২০২৪
**৩৬ বল - বৈভব সূর্যবংশী, বিআইএইচ বনাম এআরপি(আজ)
**৪০ বল - ইউসুফ পাঠান, বিআরডিএ বনাম এমএএইচ,২০১০
**৪১ বল- উরভিল প্যাটেল, গুজরাট বনাম অরুণাচল,২০২৩
**৪২ - অভিষেক শর্মা, পিইউজেবি বনাম এমপি, ২০২১
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি:
**২৯ বল - জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক
**৩১ বল - এবি ডি ভিলিয়ার্স
**৩৫ বল - আনমোলপ্রীত সিং
**৩৬ বল - কোরি অ্যান্ডারসন
**৩৬ বল - বৈভব সূর্যবংশী
**৩৭ বল - শহীদ আফ্রিদি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি