১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা দি মারিয়া
বুয়েনস আইরেস, ২৪ ডিসেম্বর (হি.স.): দারুণ এক স্বীকৃতি পেলেন দি মারিয়া। লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারেদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বিশ্বকাপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার। সোমবার রাতে জমকালো অনুষ্ঠা
১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা দি মারিয়া


বুয়েনস আইরেস, ২৪ ডিসেম্বর (হি.স.): দারুণ এক স্বীকৃতি পেলেন দি মারিয়া। লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারেদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বিশ্বকাপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী দি মারিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়।

কেরিয়ারে দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন দি মারিয়া। প্রথমবার পেয়েছিলেন সেই ২০১৪ সালে।

এক দশক পর আবার বর্ষসেরা হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান দি মারিয়া। বলেন,

“এটি আমার দ্বিতীয় (বর্ষসেরার পুরস্কার), আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ ব্যাপার। আপনাদের সবাইকে ধন্যবাদ।”

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande