জানুয়ারির প্রথম সপ্তাহে বিধানসভার শীতকালীন অধিবেশন, জানালেন অধ্যক্ষ
কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.):- এসআইআর সংক্রান্ত শুনানি পর্ব শেষ হওয়ার পর আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হতে পারে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা প্রাঙ্গণে প
বিমান বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.):- এসআইআর সংক্রান্ত শুনানি পর্ব শেষ হওয়ার পর আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হতে পারে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা প্রাঙ্গণে পুষ্প প্রদর্শনীর উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই ইঙ্গিত দেন।অধ্যক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও বিধানসভায় ফুলের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এবং সকলকে এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বহু বিধায়ক ও সাধারণ মানুষ এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তবে কিছু বিধায়কের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “কে কেন এলেন না, তা আমি জানি না। এখানে ফুলের কোনও রাজনীতি নেই, কোনও দলের প্রশ্নও নেই। কেন কেউ এলেন না, তার উত্তর সংশ্লিষ্ট বিরোধীরাই দিতে পারবেন।”আসন্ন বিধানসভার অধিবেশন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। নতুন বছরের প্রাক্কালে সরকার ও বিরোধী দল—সকলের প্রতি শুভেচ্ছাও জানান অধ্যক্ষ।বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পূর্বপুরুষদের অনেকেই বাংলাদেশি ছিলেন। কিন্তু এখনও এই ধরনের পরিস্থিতি চলতে পারে, তা আমি বিশ্বাস করি না। বাংলাদেশ সরকার নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাববে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার।”তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে বিধানসভার অধিবেশন পরিচালনা মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande