
ব্যারাকপুর, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বুধবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং হুমায়ূন কবীরের নতুন দল গঠন প্রসঙ্গে কড়া মন্তব্য করলেন। তিনি বলেন, “মুসলমানের নেতা মুসলমানই হবে। সেখানে অন্য কেউ নেতা হতে পারে না।” তাঁর দাবি, একটি নির্দিষ্ট নামকে সামনে রেখে শুধু আবেগ উসকে দিয়ে লক্ষ লক্ষ টাকা বস্তাভর্তি করে তোলা হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বাবরি নাম ব্যবহারের কথাও উল্লেখ করেন।অর্জুন সিং আরও বলেন, হুমায়ূন কবীর যেভাবে ফিরহাদ হাকিমকে ‘ক্রস মুসলমান’ বলে আক্রমণ করেছেন, তাতে তাঁর রাজনৈতিক ও আদর্শগত পরিচয় আরও স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হিন্দু সমাজের উদ্দেশে তিনি বলেন, “এখন হিন্দুদের বুঝতে হবে তারা কী চাইছেন। এক হওয়ার সময় এসে গিয়েছে।”তৃণমূল কংগ্রেস ও পুলিশের সম্পর্ক নিয়েও তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা। তিনি বলেন, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় যেভাবে পুলিশকে মাইক পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় পুলিশ কতটা দলদাসে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, শাসকদলের নির্দেশে পুলিশ আরও কতটা নতজানু হতে পারে, সেই চিত্র ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়