নিষিদ্ধ চাইনিজ মাঞ্জার বিরুদ্ধে কাশীতে সচেতনতা অভিযান
বারাণসী, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কাশীতে প্রশাসনিক নিষেধাজ্ঞা ও ধারাবাহিক সচেতনতা কর্মসূচি সত্ত্বেও প্রাণঘাতী চাইনিজ মাঞ্জার ব্যবহার বন্ধ হচ্ছে না। বিশেষ করে শিশু ও যুবসমাজের একাংশ গোপনে বিক্রি হওয়া এই নিষিদ্ধ মাঞ্জা ব্যবহার করছে, যা মান
নিষিদ্ধ চাইনিজ মাঞ্জার বিরুদ্ধে কাশীতে সচেতনতা অভিযান


বারাণসী, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কাশীতে প্রশাসনিক নিষেধাজ্ঞা ও ধারাবাহিক সচেতনতা কর্মসূচি সত্ত্বেও প্রাণঘাতী চাইনিজ মাঞ্জার ব্যবহার বন্ধ হচ্ছে না। বিশেষ করে শিশু ও যুবসমাজের একাংশ গোপনে বিক্রি হওয়া এই নিষিদ্ধ মাঞ্জা ব্যবহার করছে, যা মানুষের পাশাপাশি পশু-পাখির জীবনেও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

এই পরিস্থিতিতে বুধবার মচ্ছোদরী এলাকার শ্রী স্বামীনারায়ণ মন্দিরের মহন্ত স্বামী প্রেম স্বরূপ দাসের আহ্বানে ‘সুবহ-এ-বেনারস ক্লাব’-এর উদ্যোগে এক সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। ময়দানগিনের শ্রী হরিশচন্দ্র বালিকা ইন্টারমিডিয়েট কলেজ প্রাঙ্গণে ছাত্রী ও সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের কাছে চাইনিজ মাঞ্জা ব্যবহার না করার আবেদন জানান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. প্রিয়াঙ্কা তিওয়ারি বলেন, ঘুড়ি ওড়ানো আমাদের সংস্কৃতির অঙ্গ হলেও যখন সেই শখ মানুষের ও নিরীহ পশু-পাখির প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়, তখন তা অপরাধের সামিল। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সমস্যা রোধ করা সম্ভব নয়। তাই জনস্বার্থে বিদেশি চাইনিজ মাঞ্জা পরিহার করে নিরাপদ ও স্বদেশি মাঞ্জা ব্যবহারের আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারাও জানান, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নিষিদ্ধ মাঞ্জা বিক্রি অব্যাহত রয়েছে, যার জেরে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। জনস্বার্থে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত প্রকাশ করা হয়। সচেতনতা অভিযানে শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande