দিল্লিতে চালু 'অটল ক্যান্টিন'
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে রাজধানী জুড়ে একশোটি ''অটল ক্যান্টিন'' চালু করছে বিজেপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতিতেই শহরের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবারের আশ্বাস দেওয়া হয়েছিল
দিল্লিতে চালু 'অটল ক্যান্টিন'


নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে রাজধানী জুড়ে একশোটি 'অটল ক্যান্টিন' চালু করছে বিজেপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতিতেই শহরের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবারের আশ্বাস দেওয়া হয়েছিল। দিল্লির মন্ত্রী আশিস সুদ জানান, ক্যান্টিনগুলি বিশেষ করে দৈনিক মজুর, শ্রমিক এবং নিম্ন আয়ের পরিবারগুলির জন্য বানানো হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, অটল ক্যান্টিন দিল্লির প্রাণ হয়ে উঠবে। কাউকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে হবে না। পাঁচ টাকা দিয়ে প্রতি বারে দু'বেলা ডাল, ভাত, রুটি, সবজি পাওয়া যাবে এখানে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande