
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অটল বিহারী বাজপায়ীর জন্মদিনে তাঁর থেকে অনুপ্রেরণা লাভ করার বিষয়ে গুরুত্ব আরোপ করে সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
তিনি সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে শেয়ার করেছেন,
যদ্যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতারো জানঃ।
স যত্প্রমানম্ কুরুতে লোকস্তদনুবর্ততে।।
এই সুভাষিতমে বলা হয়েছে, মহান ব্যক্তিত্বরা যেভাবে কাজ করবেন, সাধারণ মানুষ সেই ভাবেই তাঁদের অনুসরণ করবেন। অন্যভাবে বলা যায়, এক জন নেতা বা আদর্শ ব্যক্তি সমাজ এবং তাঁর অনুসারীদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী বলেছেন, অটলজির ব্যবহার, মর্যাদাপূর্ণ আচরণ, চারিত্রিক দৃঢ়তা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সংকল্প ভারতীয় রাজনীতিতে অনুকরণযোগ্য। তাঁর ব্যক্তিগত জীবনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে পদের প্রয়োজন হয় না, নিজের কাজ দিয়ে তা অর্জন করতে হয়, এই কাজই সমাজকে পথ দেখায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ