কাশ্মীরের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে
শ্রীনগর, ২৫ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। প্রবল শীতল হাওয়া ও শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে কাশ্মীর উপত্যকার অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে
কাশ্মীরের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে, সর্বাধিক সোনমার্গ উপত্যকায়


শ্রীনগর, ২৫ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। প্রবল শীতল হাওয়া ও শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে কাশ্মীর উপত্যকার অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, সোনমার্গ উপত্যকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা উপত্যকার মধ্যে সর্বনিম্ন।

পহেলগামে মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। শোপিয়ানে মাইনাস ৪ এবং পুলওয়ামায় মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শ্রীনগর বিমানবন্দরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি, শহরের কেন্দ্রে তা ছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া অনন্তনাগ, বুদগাম, কুপওয়ারা-সহ উপত্যকার একাধিক এলাকায় তাপমাত্রা শূন্যের নীচে নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপত্যকায় বর্তমানে ‘চিল্লাই কালান শুরু হয়েছে। শীতের সবচেয়ে কঠোর ৪০ দিনের পর্ব, যা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ে শীত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande