অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দিল্লি মেট্রোয় সফর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লি গেট থেকে লাজপত নগর পর্যন্ত দিল্লি মেট্রোয় যাত্রা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এর আগে তিনি অটলজির স্ম
অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে দিল্লি মেট্রোয় সফর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার


অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে দিল্লি মেট্রোয় সফর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার


নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লি গেট থেকে লাজপত নগর পর্যন্ত দিল্লি মেট্রোয় যাত্রা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এর আগে তিনি অটলজির স্মৃতিসৌধ ‘সদৈব অটল’-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, অটলবিহারী বাজপেয়ীর জীবনদর্শন ও আদর্শ আজও দেশসেবায় অনুপ্রেরণা জোগায়। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০২ সালের ২৪ ডিসেম্বর অটলজির হাত ধরেই দিল্লি মেট্রোর সূচনা হয় এবং তিনি নিজেই প্রথম যাত্রী ছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, দিল্লি মেট্রো শুধু একটি পরিবহণ প্রকল্প নয়, আধুনিক ও দূরদর্শী নগর উন্নয়নের প্রতীক।

তিনি আরও বলেন, অটলজির জন্মদিনে মেট্রোয় এই যাত্রা তাঁর স্বচ্ছ চিন্তাধারা ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধার প্রকাশ। যাত্রাপথে তিনি সহযাত্রীদের সঙ্গে দিল্লি মেট্রোর সুবিধা নিয়েও মতবিনিময় করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande