আলিগড় মুসলিম ইউনিভার্সিটি চত্বরে গুলিতে খুন শিক্ষক
আলিগড়, ২৫ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি চত্বরে গুলিতে খুন হলেন এক স্কুল শিক্ষক। দানিশ রাও নামে ওই শিক্ষক গত ১১ বছর ধরে এবিকে হাই স্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন। বুধবার রাতে দুই সহকর্মীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। র
মৃত্যু


আলিগড়, ২৫ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি চত্বরে গুলিতে খুন হলেন এক স্কুল শিক্ষক। দানিশ রাও নামে ওই শিক্ষক গত ১১ বছর ধরে এবিকে হাই স্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন। বুধবার রাতে দুই সহকর্মীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। রাতে দু'টি লোক বাইকে চেপে এসে তাঁদের পথ আটকায়। পিস্তল দেখিয়ে ভয় দেখায়। তার পর দু'জনেই দানিশকে অন্তত তিন বার গুলি করে। এর মধ্যে দু'টি গুলি লাগে তাঁর মাথায়। দানিশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির কাছে। সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande