ফিরে দেখা ২০২৫ : ক্রীড়া-বিষয়ক
গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ কয়েকটি ক্রীড়া-বিষয়ক খবর। ২-৪ ফেব্রুয়ারি আরব আমিরাত (ইউএই)-এর শারজায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব অরুণাচল প্ৰদেশের তিন
ফিরে দেখা ২০২৫ (১)


গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ কয়েকটি ক্রীড়া-বিষয়ক খবর।

২-৪ ফেব্রুয়ারি আরব আমিরাত (ইউএই)-এর শারজায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব অরুণাচল প্ৰদেশের তিন প্যারা-অ্যাথলেট তেচি দাতাম, তেচি সোনু এবং লিখা নিপার।

১৭-১৯ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে অসমের ১৭ জন প্যারা-অ্যাথলিটের অংশগ্রহণ।

১ মাৰ্চ (হি.স.) : দিল্লির সিরিফোর্ট স্টেডিয়ামে আন্তর্জাতিক ‘ম্যাট্রিক্স ফাইট নাইট ১৬’ (এমএমএ)-এর স্ট্রওয়েট বিভাগে বিজয়ী অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার জাং গ্রামের মেয়ে সোনম জোম্বা।

- মিস ডিফ ইন্ডিয়া ২০২৫ শিরোপা অর্জন রূপা নিরোলার।

৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর স্টেডিয়ামে আইসিসি মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের উদ্বোধন। খোলা মাঠে প্রয়াত জুবিন গাৰ্গের গাওয়া গান পরিবেশন করে শ্ৰদ্ধাঞ্জলি শ্রেয়া ঘোষাল, অঙ্গরাগ মহন্ত, জয় বরুয়া, মেঘালয়ের প্রখ্যাত ‘শিলং চ্যাম্বার কয়ার’-এর শিল্পীদের।

- বিশ্বকাপ ২০২৫-এ সাফল্যের জন্য অসমের ক্রিকেটার উমা ছেত্রীকে জাতীয়ভাবে সম্মাননা প্রদান।

৫ ডিসেম্বর ডিমা হাসাও জেলার উমরাংসোতে ৩০ বিঘা জমির ওপর ১৫ হাজার দৰ্শকাসন-বিশিষ্ট আন্তৰ্জাতিক মানের অত্যাধুনিক ক্ৰিকেট স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার।

(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande