উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডে গতি নেই, ছয় মাস সময়সীমা বাড়ল
কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য উম্মিদ পোর্টালে আপলোড করার কথা থাকলেও পশ্চিমবঙ্গে এখনও সেই প্রক্রিয়ায় গতি আসেনি। রাজ্যের প্রায় ৮২ হাজার ওয়াকফ সম্পত্তির মধ্যে
ওয়াকফ সম্পত্তি


কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য উম্মিদ পোর্টালে আপলোড করার কথা থাকলেও পশ্চিমবঙ্গে এখনও সেই প্রক্রিয়ায় গতি আসেনি। রাজ্যের প্রায় ৮২ হাজার ওয়াকফ সম্পত্তির মধ্যে এখনও পর্যন্ত মাত্র প্রায় ২৪ হাজার সম্পত্তির তথ্য পোর্টালে নথিভুক্ত হয়েছে বলে জানালেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লা মুন্সী।শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে বহু মুতাওয়ালি তথ্য আপলোড না করায় কেন্দ্রীয় মন্ত্রক ট্রাইব্যুনালের মাধ্যমে বাকি সম্পত্তিগুলির নথিভুক্তির নির্দেশ দিয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এবার থেকে আর পুরোনো ম্যানুয়াল পদ্ধতিতে নয়, সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়াতেই নতুন ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করতে হবে।চেয়ারম্যান জানান, যাঁরা এখনও নতুন ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করেননি, নতুন পোর্টাল চালু হলেই তাঁরা তা করতে পারবেন। মুতাওয়ালিদের কাছে তাঁর আবেদন, যত দ্রুত সম্ভব উম্মিদ পোর্টালে প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য। প্রয়োজনে বোর্ড স্বতঃপ্রণোদিতভাবেও তথ্য আপলোড করতে পারে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, গত ৫ ডিসেম্বর উম্মিদ পোর্টালে তথ্য আপলোডের মেয়াদ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আরও ছয় মাস সময়সীমা বাড়িয়েছে। আগামী বছরের ২৪ জুন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করা যাবে। আগামীকাল থেকে পার্ক সার্কাসের হাজ হাউসে নথি আপলোডের প্রস্তুতিমূলক কাজ শুরু হবে বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande