
নাদনঘাট, নদীয়া, ২৭ ডিসেম্বর ( হি. স.):- নদীয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলে নাদনঘাট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।শনিবার নাদনঘাট পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, বিধায়কের ওই মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি এলাকায় অশান্তিকর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন।সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। তাঁদের দাবি, আইন অনুযায়ী বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি অবিলম্বে ওই মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে বলেও দাবি জানান তাঁরা।এদিন অভিযোগকারীরা আরও জানান, প্রয়োজনে রাজ্যের বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দায়ের করা হবে। নাদনঘাট থানা সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়