
মালদা, ২৭ ডিসেম্বর ( হি. স.): বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার একাধিক থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন নামী-দামি সংস্থার মোট ৫৯৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেওয়া হয়।এই উপলক্ষে মালদা জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেডকোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৫৯৪টি উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ৬৬ জন প্রকৃত দাবিদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের হারানো মোবাইল ফোন তুলে দেওয়া হয়।পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, বাকি উদ্ধার হওয়া মোবাইলগুলি সংশ্লিষ্ট থানা এলাকাগুলি থেকে ধাপে ধাপে প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় সাইবার ও প্রযুক্তি টিমের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।মালদা জেলা পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়