
হরিদ্বার, ২৭ ডিসেম্বর (হি.স.) : আদালতে হাজিরার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত গ্যাংস্টার বিনয় ত্যাগীর শনিবার সকালে মৃত্যু হয়েছে। বুধবার তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঋষিকেশের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ট্রমা আইসিইউতে ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শনিবার এইমস কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর পেয়ে হরিদ্বার পুলিশ দেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্ত এইমস ঋষিকেশেই করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুজফফরনগরের খাইখেরি গ্রামের বাসিন্দা হিস্ট্রি শিটার বিনয় ত্যাগীকে গত ১ অক্টোবর দেহরাদূন পুলিশ চুরি সংক্রান্ত মামলায় গ্রেফতার করে। হরিদ্বারে একাধিক মামলায় অভিযুক্ত থাকায় তাঁকে ১২ ডিসেম্বর রুরকি জেলে স্থানান্তর করা হয়।
বুধবার বিকেলে লক্ষকর আদালতে হাজিরার জন্য তাঁকে নিয়ে যাওয়ার সময় লক্ষকর রেলওয়ে ওভারব্রিজে যানজটে পড়ে পুলিশ গাড়ি। সেই সুযোগে বাইকে আসা দুই মুখোশধারী দুষ্কৃতী গুলি চালায়। ঘটনায় বিনয় ত্যাগী গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সানি যাদব ওরফে শেরা এবং অজয়কে খানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন সংক্রান্ত পুরনো বিরোধের বিষয়টি সামনে এসেছে। বিনয় ত্যাগী কুখ্যাত সুনীল রাঠি গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য