
বলরামপুর, ২৮ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুর জেলার রামচন্দ্রপুর ব্লকের লোধা গ্রামের এক নাবালিকা গত ২৩ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ। ঘটনার ছয় দিন পার হলেও এখনও কোনও সন্ধান না মেলায় পরিবারের পাশাপাশি খৈরওয়ার সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
নাবালিকার সন্ধানের দাবিতে খৈরওয়ার সমাজের প্রতিনিধিরা, পরিবার সহ গ্রামবাসীরা রবিবার রামচন্দ্রপুর থানায় উপস্থিত হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পঞ্চায়েতের সভাপতি জানান, এই সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে এর আগেও একই রকম ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি করেন।
খৈরওয়ার সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত নাবালিকার খোঁজ না মিললে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।
রামচন্দ্রপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, নিখোঁজ সংক্রান্ত মামলা রুজু হয়েছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে তল্লাশি চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য