
মুজাফফরপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): নভি মুম্বইয়ের আড়াই কোটিরও বেশি টাকার সোনা লুটের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। বিহার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে মুজাফফরপুর জেলার বেলা থানার অন্তর্গত এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে লুট করা বেশ কিছু সোনার গয়নাও উদ্ধার হয়েছে।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর নভি মুম্বইয়ের নেরুল এলাকার ‘সঙ্গম গোল্ড জুয়েলার্স’ শোরুমে দুঃসাহসিক লুটের ঘটনা ঘটে| প্রায় ২ কোটি ৬২ লক্ষ ২৬ হাজার টাকার সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। ঘটনার পর এনআরআই সাগরি থানায় মামলা দায়ের হয়। তদন্তের সময় প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করা হয়।
গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা রমানন্দ যাদব ওরফে আনন্দ যাদব এবং আজমগড়ের বাসিন্দা রামজন্ম গন্ড। তাদের কাছ থেকে দুটি সোনার হারের সেট, দুটি সোনার চেন (লকেটসহ), চারটি কানের দুল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত আরও অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য