অমিত শাহের হাতে গুয়াহাটিতে উদ্বোধিত নবনিৰ্মিত পুলিশ কমিশনারেট দফতর সহ একাধিক প্রকল্প
গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ার নবনির্মিত পুলিশ কমিশনারেট দফতর এবং একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য জুড়ে নিরাপত্তা এবং জরুরি প্রতিক্রিয়া বাড়াতে সংস
গুয়াহাটির খানাপাড়ার নবনির্মিত পুলিশ কমিশনারেট দফতর উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের


পুলিশ কমিশনারেট দফতরে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সহ অন্য শীর্ষ পুলিশ আধিকারিকগণ


মোবাইল ফরেন্সিক ভ্যান উদ্বোধন


জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্স উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী


শহিদ স্মারক ক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি অর্পণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত   শাহের


গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ার নবনির্মিত পুলিশ কমিশনারেট দফতর এবং একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য জুড়ে নিরাপত্তা এবং জরুরি প্রতিক্রিয়া বাড়াতে সংস্থাপিত দু হাজারের বেশি সিসিটিভি পর্যবেক্ষণ করেছেন তিনি।

মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মস্থান নগাঁও জেলার অন্তৰ্গত বড়দোয়ায় বটদ্ৰবা প্রকল্প উদ্বোধন করে বিকালের দিকে গুয়াহাটি এসে প্রথমে নবনির্মিত পুলিশ কমিশনারেট দফতর এবং একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিসিটিভি-ভিত্তিক এই নজরদারি ব্যবস্থা শহুরে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মুখ্যসচিব ড. রবি কোটা, ডিজিপি হরমিত সিং, গুয়াহাটির পুলিশ কমিশনার ড. পার্থসারথি মহন্ত প্রমুখ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকগণ। একটি মোবাইল ফরেন্সিক ভ্যানও উদ্বোধন করেছেন তিনি।

এর পর তিনি চলে যান খানাপাড়ায় নবনিৰ্মিত জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্স-এর উদ্বোধন করতে। সেখানে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মন্ত্রী অতুল বরাকে সঙ্গে নিয়ে পূর্ব-ভারতের বৃহত্তম সাংস্কৃতিক মিলন কেন্দ্র পাঁচ হাজার আসনবিশিষ্ট বিশাল জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্স অডিটোরিয়াম উদ্বোধন করেছেন অমিত শাহ। দর্শক-শ্রোতায় কানায় কানায় পরিপূৰ্ণ অডিটোরিয়ামে সংক্ষিপ্ত ভাষণও দিয়েছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ।

বড়দোয়া থেকে গুয়াহাটি এসে প্রথমে তিনি বরাগাঁওয়ে ঐতিহাসিক অসম আন্দোলনে ৮৬০ শহিদের প্রতি উৎসর্গীকৃত নবনির্মিত শহিদ স্মারক ক্ষেত্রে যান। সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন অমিত শাহ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande