
কৈলাসহর (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহর রাংরুং ও কালিশাসন চা-বাগান এলাকার ২৪ জনসহ মোট ৪৫ জন ত্রিপুরার যুবককে অরুণাচল প্রদেশ থেকে নিরাপদে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। কয়েকদিন আগে কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে গিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগে কৈলাসহর থানায় ডায়রি করা হয়।
এরপর পুলিশ প্রশাসন ও শ্রম দফতরের যৌথ উদ্যোগে ব্যাপক তৎপরতা শুরু হয়। অবশেষে কৈলাসহরের ৩৪ জন ও উত্তর জেলার ১১ জন সহ মোট ৪৫ জন যুবককে উদ্ধার করে সোমবার রাজ্যে ফিরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে জানা যায়, কাজের উদ্দেশ্যে সেখানে গেলেও তাঁরা উপযুক্ত মজুরি না পেয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছিলেন।
ফেরত যুবকদের সাথে দেখা করে শ্রমমন্ত্রী টিংকু রায় সামাজিক মাধ্যমে জানান, বিষয়টি তাঁর নজরে আসার পরই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী ও লেবার কমিশনারকে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করেন। তাঁর উদ্যোগে দুই রাজ্যের প্রশাসনের সমন্বয়ে যুবকদের দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে।
শ্রমমন্ত্রী বলেন, “ঊনকোটি জেলা শ্রম দফতর, কৈলাসহর পুলিশ প্রশাসন এবং অরুণাচল প্রদেশের শ্রম দফতরের সহযোগিতায় সকল যুবককে নিরাপদে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।” এ ধরনের মানবিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকল আধিকারিককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ