চণ্ডিপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে ভস্মিভূত কারখানা, লক্ষাধিক টাকার ক্ষতি
পূর্ব মেদিনীপুর, ২৯ ডিসেম্বর ( হি. স.) সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুর ব্লকের অন্তর্গত নরঘাট প্রথম খণ্ড জলপাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিকো ভাটার পাশে অবস্থিত একটি তুলা কারখানায় আচমকাই আগুন লাগে। স্থানীয় স
অগ্নি কান্ড


আগুন


পূর্ব মেদিনীপুর, ২৯ ডিসেম্বর ( হি. স.) সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুর ব্লকের অন্তর্গত নরঘাট প্রথম খণ্ড জলপাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিকো ভাটার পাশে অবস্থিত একটি তুলা কারখানায় আচমকাই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় বালাপোষ তৈরির কাজ চলছিল। কাজের সময় কাপড়ের স্তুপের মধ্যে একটি কাঁচি পড়ে যায়। সেই কাঁচির সঙ্গে মেশিনের লোহার অংশের ঘর্ষণে স্ফুলিঙ্গ তৈরি হয় এবং পাশেই ডাই করে রাখা তুলোতে আগুন ধরে যায়।তুলো অত্যন্ত দাহ্য হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা কারখানাটি আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডিপুর থানার পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন।প্রায় ৪০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডে কারখানার মালিক সামান্য আহত হন বলে জানা গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আগুনে কারখানার প্রচুর তুলো, কাপড় ও যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande