
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি স)। ''জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর থেকে যে সম্মান পেয়েছি সেটা সংরক্ষিত রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, দুর্গা অঙ্গন প্রয়োজন।'' সোমবার নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাসে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউটাউন বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে, অ্যাকশন এরিয়া–ওয়ানে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে এই প্রকল্পের সূচনা হল। দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিডকোই 'দুর্গা অঙ্গন' নির্মাণের দায়িত্ব পেয়েছে।
প্রশাসনিক কর্তাদের মতে, ভবিষ্যতে এই প্রকল্প রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে পারে। এদিন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেই ইউনেস্কোর কথা তোলেন।
ইউনেস্কো ২০২১ সালে বাংলার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরই রাজ্যে একটি 'দুর্গা অঙ্গন' করার ভাবনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তারই শিলান্যাস হল নিউটাউনে। ওই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বোঝান কেন এই 'দুর্গা অঙ্গন' করা দরকার ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত