হিসারে দাম্পত্য কলহের জের, স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা
হিসার, ২৯ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার হিসার জেলার বারওয়ালা রোড সংলগ্ন ভাটলা গ্রামে মর্মান্তিক এক ঘটনা সামনে এসেছে। দাম্পত্য কলহের জেরে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছ
হিসারে দাম্পত্য কলহের জের, স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা


হিসার, ২৯ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার হিসার জেলার বারওয়ালা রোড সংলগ্ন ভাটলা গ্রামে মর্মান্তিক এক ঘটনা সামনে এসেছে। দাম্পত্য কলহের জেরে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বাড়িতে কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। বাড়ির ভিতরে উঁকি দিয়ে দেখা যায়, এক মহিলা ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, ঘরের ভিতরে স্ত্রীর দেহ পড়ে রয়েছে এবং অন্য একটি ঘরে স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। মৃতদের পরিচয় রাকেশ (৩০) ও তাঁর স্ত্রী ২৮ বছর বয়সি সীমা। দু’টি দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই প্রথমে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় এবং পরে স্বামী নিজে আত্মহত্যা করেন। ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকেশ একটি কোল্ড ড্রিঙ্কস কারখানায় কাজ করতেন। ২০১৯ সালে তাঁর সঙ্গে সীমার বিয়ে হয়। তাঁদের চার ও দুই বছর বয়সি দুই কন্যা সন্তান রয়েছে। এই ঘটনার পর গোটা গ্রামে শোকের আবহ নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের সদস্যদের বয়ানের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande