
শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর ( হি. স.) : শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আরও একধাপ এগোল শিলিগুড়ি পুরনিগম। পুরনিগম এলাকার প্রতিটি বাড়িতে বসানো হবে লোকেশন-সহ কিউআর কোড। এর মাধ্যমে আবর্জনা সংগ্রহ ব্যবস্থায় আনা হচ্ছে আধুনিক নজরদারির ব্যবস্থা।
এই ব্যবস্থা গ্রহণের ফলে প্রতিদিন বাড়ি বাড়ি নোংরা আবর্জনা ঠিকমতো সংগ্রহ হচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে শিলিগুড়ি পুরনিগম ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সুডা। শিলিগুড়ি পুরনিগমের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে নির্মল বন্ধুদের পাশাপাশি নির্মল সাথী হিসেবে জঞ্জাল অপসারণের কাজে নিযুক্ত রয়েছেন মোট ১২৪ জন মহিলা। নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করছেন তারা। বিশেষ করে ড্রাই ওয়েস্ট ও ওয়েট ওয়েস্ট আলাদা করে রাখার বার্তাও দিচ্ছেন নির্মল সাথীরা।
এই নতুন ব্যবস্থার প্রস্তুতি হিসেবে এদিন শিলিগুড়ির একটি ভবনে বিভিন্ন ওয়ার্ডের ১০৫ জন মহিলা নির্মল সাথীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুপারভাইজাররা ইতিমধ্যেই কলকাতা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং বর্তমানে তারা নির্মল সাথীদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পরই শহরজুড়ে বাড়ি বাড়ি কিউআর কোড বসানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি