
উরাই, ২৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের জালাউন জেলায় এক সহকারী শিক্ষক আত্মঘাতী হয়েছেন। কে.পি.এইচ. জুনিয়র হাই স্কুলে কর্মরত ৫৫ বছর বয়সী সহকারী শিক্ষক অনিরুদ্ধ পাল সোমবার নিজের লাইসেন্সপ্রাপ্ত ৩১৫ বোরের বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। এদিকে মৃত শিক্ষকের বড় ছেলে কমলেন্দ্র পাল বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে স্কুল পরিচালন সমিতির চাপ ও হয়রানির কারণে তাঁর বাবা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং স্কুল পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য