ভারতীয় মুদ্রায় ৯০ পেরোলো ডলারের দাম
মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স.): এই প্রথমবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ৯০ টাকা পার করে গেল। অর্থাৎ ১ ডলারের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় হল ৯০.২০ টাকা। বুধবার সকালে বৈদেশিক মুদ্রাবাজারে টাকার দর প্রথম ধাক্কাতেই গড়িয়ে পড়েছিল ৯০.১৩-য়। তার পর তা আ
ভারতীয় মুদ্রা ও ডলারের দাম


মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স.): এই প্রথমবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ৯০ টাকা পার করে গেল। অর্থাৎ ১ ডলারের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় হল ৯০.২০ টাকা। বুধবার সকালে বৈদেশিক মুদ্রাবাজারে টাকার দর প্রথম ধাক্কাতেই গড়িয়ে পড়েছিল ৯০.১৩-য়। তার পর তা আরেকটু পড়েছে। এটাই ভারতীয় মুদ্রার সর্বকালের সর্বনিম্ন মূল্য। মাত্র একদিন আগেই ‘রেকর্ড লো’ ছুঁয়েছিল রুপি। তা ছিল ৮৯.৯৪৯৫ টাকা। এবার সেটাও ছাপিয়ে গেল।

ব্যবসা-বাণিজ্যে দুর্বল গতি, বিদেশি বিনিয়োগে টানাপড়েন, আর ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তা- এই তিন বড় কারণে চাপের মুখে রয়েছে ভারতীয় মুদ্রা। তার জেরে ধাক্কা খেয়েছে শেয়ারবাজারও। দুর্বল টাকার কারণে রফতানি থেকে আয় কমছে। আমদানি খরচ বাড়াচ্ছে তলানিতে ঠেকা টাকার দাম। বিশেষত আমদানি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande