করণ জোহরের হাত ধরে আবারও দর্শকদের সামনে লক্ষ্য লালওয়ানি
মুম্বই , ৩ ডিসেম্বর ( হি. স.): পরিচালক করণ জোহারের কিল ছবির হাত ধরে নতুন মুখ হিসেবে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনেতা লক্ষ্য লালওয়ানি । এবারে লক্ষ্য লালওয়ানিকে এক গুরুদায়িত্ব দিতে চলেছেন পরিচালক করণ। ইতিমধ্যেই আরিয়ান খানের ওয়েব সিরিজ দ্য ব্
করণ জোহরের হাত ধরে আবারও পর্দায় আসছে লক্ষ্য লালওয়ানি


মুম্বই , ৩ ডিসেম্বর ( হি. স.): পরিচালক করণ জোহারের কিল ছবির হাত ধরে নতুন মুখ হিসেবে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনেতা লক্ষ্য লালওয়ানি । এবারে লক্ষ্য লালওয়ানিকে এক গুরুদায়িত্ব দিতে চলেছেন পরিচালক করণ। ইতিমধ্যেই আরিয়ান খানের ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড - র মাধ্যমে বলিউড জগতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি । আসন্ন ছবি চাঁদ মেরা দিল ছবিতে তাঁকে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে ।

প্রযোজক মহলের তরফে জানা গেছে, সম্প্রতি ধর্মা প্রোডাকশনের সঙ্গে আরও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ লক্ষ্য লালওয়ানি । ছবির সম্ভাব্য শিরোনাম লাগ যা গালে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande