দূষিত জল পান করে ইন্দোরে অসুস্থ ৩৫ জনের বেশি, মৃত্যু এক বৃদ্ধের
ইন্দোর, ৩০ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ইন্দোর জেলার ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন ৩৫ জনেরও বেশি মানুষ। বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দু’বছরের শিশু থেকে শুরু করে ৮০
দূষিত জল পান করে ইন্দোরে অসুস্থ ৩৫ জনের বেশি, মৃত্যু এক বৃদ্ধের


ইন্দোর, ৩০ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ইন্দোর জেলার ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন ৩৫ জনেরও বেশি মানুষ। বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দু’বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধাও রয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার সকালে ৭৫ বছরের নন্দলাল পাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টে হলেও দূষিত জল পান করার পরই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব তৎক্ষণাৎ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। সোমবার গভীর রাতে নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় ও মেয়র পুষ্যমিত্র ভার্গব হাসপাতালে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত রোগীর চিকিৎসার খরচ সরকার বহন করবে এবং আগাম জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এলাকায় চলা খননকাজ অথবা জলাধারের দূষণের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন আগে নর্মদা জল সরবরাহ লাইনের জল থেকে কেমিক্যাল ও পেট্রোলের মতো গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি জানানো হলেও তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়নি।

ইন্দোর জেলা প্রশাসন ও পুরসভা সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য দফতর, পুরসভা ও প্রশাসনের যৌথ দল এলাকায় নজরদারি চালাচ্ছে। চিকিৎসকদের দাবি, বর্তমানে ভর্তি রোগীদের অবস্থা স্থিতিশীল এবং তাঁরা বিপন্মুক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande