
বাঁকুড়া, ৩০ ডিসেম্বর ( হি. স.) : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহপুর মাঠে প্রাক-নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকেই নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, “ভোট এলেই দুঃশাসন-দুর্যোধনরা বাংলায় চলে আসে। আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষই তোমাকে পদচ্যুত করবে।”সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে রাজ্য সরকার জমি দিচ্ছে না— অমিত শাহের এই অভিযোগ সরাসরি নাকচ করে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, অনুপ্রবেশ শুধু বাংলাতেই হয় কি না, কাশ্মীরেও হয় না কি? পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানে বাংলা বলায় হেনস্থার অভিযোগ তুলে বলেন, “আমাকেও বাংলাদেশি বলা হয়।”ভাষণের শুরুতেই এসআইআর ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এসআইআর -এর নামে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে, বয়স্কদের ডেকে এনে হয়রানি করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বৈধ একজন ভোটারের নাম বাদ গেলেও শুধু বাংলায় নয়, দিল্লিতেও আন্দোলন হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়