
কৈলাসহর (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভা এলাকার জলাই গ্রামের লোচেন্দ্র পাড়ায় মঙ্গলবার একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। নতুন এই কেন্দ্রটি এলাকার শিশুদের পুষ্টি, প্রাক-প্রাথমিক শিক্ষা এবং মাতৃস্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় বলেন, তৃণমূল স্তরে কল্যাণমূলক পরিষেবা কার্যকর করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, “এই কেন্দ্রটি স্থানীয় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হয়ে উঠবে। শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান এবং মাতৃস্বাস্থ্য পরিষেবার উন্নতিতে এটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে।”
মন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবেই ত্রিপুরা জুড়ে কল্যাণমূলক পরিকাঠামো শক্তিশালী করা হচ্ছে, যাতে গ্রামীণ জনগণ সহজেই মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পেতে পারে।
স্থানীয় বাসিন্দারা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ মা ও শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ