কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার থেকে শুরু হচ্ছে দুদিনের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। বাণিজ্যে এবার বাংলার সঙ্গে সরাসরি হাত মেলাবে ঝাড়খণ্ড।
আসন্ন সম্মেলনে একদিকে বিপুল বিনিয়োগের সম্ভাবনা, অন্যদিকে প্রচুর কর্মসংস্থানের আশ্বাস। সর্বত্র লগ্নির হুইসল বাজবে। উদ্যোক্তাদের আশা, সম্মেলনে বাড়তি মাত্রা যোগ হবে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি।
এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। তা হল এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন। বাংলায় লগ্নিতে নতুন করে আহ্বান জানাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত