নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ (সিএজি) রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। দিল্লি জয়ের পর বিজয়ী বক্তৃতায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দিল্লিকে দুর্নীতিমুক্ত করা এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার গ্যারান্টিও দেন তিনি।
দিল্লি বিধানসভায় জেতার পর শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার ডাক দিয়ে মোদী জাানান, বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করবে তাঁর দল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ