প্যারাগুয়ে, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শনিবার কলম্বিয়াকে ১-০ গোলে হারাল ব্রাজিল। এর আগে প্রথম ম্যাচে উরুগুয়েকেও ১-০ ব্যবধানে হারিয়েছিল নেইমারের উত্তরসূরীরা। তাতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়েছে তারা। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল।
ম্যাচের ৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ইয়াগো সিলভা নিঁখুত হেডে দুরূহ কোণ থেকে কলম্বিয়ার গোলরক্ষকে হার মানান। এরপর সারা ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল দুপক্ষই, কিন্তু কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি।
শনিবার অন্য ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিল আজকে জয়ের ফলে তাদেরও পয়েন্ট দুই ম্যাচ ছয়। সুতরাং শিরোপার দৌড়ের লড়াইটা এখন জমে উঠেছে দুই দলের মধ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি