মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে তিলথৈ বাজারে বিক্ষোভ মহিলাদের
কদমতলা (ত্রিপুরা), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : মদের দোকান বন্ধ করার দাবিতে রাস্তায় নামলেন মহিলারা৷ ঘটনা পানিসাগর থানার অধীন তিলথৈ বাজারে৷ স্থানীয় মহিলাদের দাবি মদের দোকানের লাইসেন্স বাতিল করতে হবে৷ তিলথৈ সহ আশেপাশের কোন জায়গাতেই যাতে মদের দোকান খোলার লাই
মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে তিলথৈ বাজারে বিক্ষোভ মহিলাদের


কদমতলা (ত্রিপুরা), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : মদের দোকান বন্ধ করার দাবিতে রাস্তায় নামলেন মহিলারা৷ ঘটনা পানিসাগর থানার অধীন তিলথৈ বাজারে৷ স্থানীয় মহিলাদের দাবি মদের দোকানের লাইসেন্স বাতিল করতে হবে৷ তিলথৈ সহ আশেপাশের কোন জায়গাতেই যাতে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া না হয়৷ যদি প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামীদিনে জাতীয় সড়ক অবরোধ করার হুশিয়ারি দিয়েছেন তারা৷

শনিবার যুবরাজনগরের তিলথৈ এলাকার কিছু মহিলা একজোট হয়ে বাজারে রাস্তা অবরোধ করেন৷ খবর পেয়ে সেখানে পৌঁছেন পানিসাগর থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা৷ আন্দোলনকারি মহিলাদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান৷ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে মদের দোকানের লাইসেন্স বাতিল সহ অন্যান্য বিষয়গুলি উর্দ্ধতন কতৃপক্ষের গোচরে নেওয়া হবে৷ আন্দোলনকারী মহিলাদের অভিযোগ প্রতিদিন মদের দোকানের সামনে দীর্ঘ লাইন লক্ষ করা যায়৷ ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ে৷ তাছাড়া এলাকায় আইন শৃঙ্খলারও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ তাই অবিলম্বে এই মদের দোকানের লাইসেন্স বাতিল করতে হবে৷ অন্যথায় আগামীদিনে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande