নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি দখলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাহায্য করার জন্য বাংলার সাংসদ, কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দিল্লি জয়ের জন্য বাঙালিদের কৃতিত্বের কথাও বলেন তিনি। ভোটের প্রচারে তিনি দিল্লির কিছু বাঙালি পাড়ায় গিয়েছিলেন।
শনিবার দীর্ঘ ২৭ বছর পর রাজধানী শহরে আম আদমি পার্টিকে গোহারা হারিয়ে জয়জয়কার হয়েছে পদ্ম শিবিরের। সেই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। এদিন দুপুরে বিজেপির দিকে পাল্লা ভারি হতেই দিল্লির বাসভবনে সেখানে বসবাসকারী বাঙালি সমাজকে নিয়ে আনন্দ উল্লাসে মাতেন সুকান্তবাবু।
তিনি বলেন, “২৭ বছরের বেশি সময় ধরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় নেই। মানুষ বিরোধীদের ‘মিথ্যা প্রতিশ্রুতিতে কান না দিয়ে দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার লক্ষ্যে রায় দিয়েছেন।”
আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাকে কটাক্ষ করে সুকান্তবাবু বলেন, “আমি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম যে, অরবিন্দ কেজরিওয়াল ও অতিশী হারবে। কেজরিওয়াল হেরে গেলেও অল্পের জন্য বেঁচেছেন তিনি। আমরা জানি কীসের জোরে উনি জিতেছেন। এই মুহূর্তে আমরা সেটা বলতে চাইছি না।”
এরপরই বিজেপির দিল্লি জয়ের জন্য বাঙালিদের কৃতিত্বের কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি মনে করিয়ে দেন দিল্লির বাঙালি সমাজ এক হয়ে আম আদমি পার্টিকে গদিছাড়া করেছেন। পাশাপাশি জয়ের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রশংসা করেছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত