এক্স সার্ভিসম্যান সেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
আগরতলা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে৷ সেই লক্ষে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা৷ তিনি
কংগ্রেসের সভা


আগরতলা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে৷ সেই লক্ষে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা৷ তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এক্স সার্ভিসম্যান সেলের রাজ্য কমিটি এবং পরবর্তীতে জেলা ও মহকুমা কমিটি গঠন করা হবে৷

তিনি জানিয়েছেন, এআইসিসি এর নির্দেশে ত্রিপুরা প্রদেশ কমিটি তৎপর হয়েছে এক্স সার্ভিসম্যান সেলকে সক্রিয় করার জন্য৷ তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন এক্স সার্ভিসম্যানরা কংগ্রেস ভবনে আসেন৷ এখানে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এক্স সার্ভিসম্যান সেলের প্রদেশ কমিটি গঠনের জন্য পদাধিকারীদের নামের তালিকা এআইসিসিতে পাঠানো হবে৷ সেখান থেকে অনুমোদন পেলে রাজ্য কমিটি পরবর্তী সময়ে জেলা ও মহকুমা কমিটি গঠন করবে৷ এদিনের বৈঠকে এক্স সার্ভিসম্যানদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে৷ সেইসাথে অগ্ণিবীর প্রকল্পের বিভিন্ন সমস্যাগুলি নিয়েও আলোচনা হয়েছে৷ আগামীদিনে সংগঠন রাজ্যে বিভিন্ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি নেবে বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande