চার বছরের শিশুকে ট্রলিব্যাগে বন্দি করার অভিযোগ, গৃহশিক্ষক সহ গ্রেফতার ৫
হলদিয়া, ১৫ মার্চ (হি. স.): নন্দীগ্রামে ৪ বছরের বাচ্চাকে অপহরণ করে ট্রলি ব্যাগে ভরে নিয়ে যাওয়ার অভিযোগে গৃহশিক্ষক সহ গ্রেফতার ৫ ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের শিমুলকুন্ডু গ্রামে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম এক ব
চার বছরের শিশুকে ট্রলিব্যাগে বন্দি করার অভিযোগ, গৃহশিক্ষক সহ গ্রেফতার ৫


হলদিয়া, ১৫ মার্চ (হি. স.): নন্দীগ্রামে ৪ বছরের বাচ্চাকে অপহরণ করে ট্রলি ব্যাগে ভরে নিয়ে যাওয়ার অভিযোগে গৃহশিক্ষক সহ গ্রেফতার ৫ !

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের শিমুলকুন্ডু গ্রামে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম এক ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে ট্রলি ব্যাগে বাচ্চাকে বন্দি করে চুরির ছক কষা হয়। আর এই ঘটনায় গৃহশিক্ষক–সহ পাঁচজনকে গ্ৰেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। ট্রলি ব্যাগে করে ওই শিশুপুত্রকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। শনিবার এই ঘটনা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার কাঁটাখালি এলাকার বাসিন্দা সঞ্জয় শিমূলকুন্ডু গ্রামে এক ছাত্রকে পড়াতে গিয়েছিলেন শুক্রবার। শিশুটির বাবা-মা ছোট ব্যবসায়ী। তাঁরা কাজের তাগিদে সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগ কাজে লাগান অভিযুক্ত। অভিযোগ, দোলের দিন সকালে তিনি খুদে ছাত্রের বাড়িতে ঢুকে তার মুখে কাপড় গুঁজে দেন। ফলে শিশুটি চিৎকার-চেঁচামেচি করতে পারেনি। তার পর একটি ট্রলি ব্যাগে ছাত্রকে ভরে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ওই শিক্ষক। তবে তিনি যখন বাড়ির বাইরে যাচ্ছিলেন, ওই সময়ে ৯ বছরের একটি মেয়ে তাঁকে দেখে ফেলে। তখন সেই মেয়েটির হাত-পা দড়ি দিয়ে বেঁধে সেখানে ফেলে রেখে দেন যুবক। বেশ কিছু ক্ষণ পরে মেয়েটির চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়েরা ছুটে যান। মেয়েটির মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজ শুরু করেন ওই গৃহশিক্ষকের। বিপদ বুঝে ঘোলপুকুরিয়া এলাকায় ট্রলি ফেলে পালিয়ে যান গৃহশিক্ষক।

খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। শুরু হয় অভিযুক্তের খোঁজ। শনিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাঁর সঙ্গে ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও চার জনকে পাকড়াও করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি




 

 rajesh pande