চেন্নাই, ১৫ মার্চ (হি.স.): তিন ভাষা নীতি নিয়ে যখন দেশে বাকযুদ্ধ চলছে, এমন সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন, তামিল ভাষা খুবই মিষ্টি একটি ভাষা, আমরা সকলেই তামিল সংস্কৃতি, তামিল ভাষাকে সম্মান করি এবং এটি আমাদের দেশের অন্যতম সম্পদ, বিশ্বের অন্যতম সম্পদ। আসুন আমরা এটি নিয়ে গর্ব করি, আসুন আমরা এতে আনন্দ করি। আসুন আমরা সমস্ত ভারতীয় ভাষা উপভোগ করি।
অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী এখন সেই মনোভাব নিয়ে কাজ করছেন, প্রতিটি ভারতীয় ভাষা যেন সূর্যের নীচে নিজস্ব বড় স্থান পায়, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করে, তাদের প্রকাশ নিশ্চিত করে... আসুন আমরা নিশ্চিত করি যে বিভিন্ন সভ্যতার মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে, আমাদের নিজস্ব ভাই-বোনদের মধ্যে বন্ধুত্ব এবং সম্পর্কের পথে যে জিনিসগুলি মাঝে মাঝে আসে - সেই বাধাগুলি যেন না আসে এবং আমাদের সকলের একটি লক্ষ্যের দিকে নজর দেওয়া উচিত, আমাদের দেশকে খুব শক্তিশালী করে তোলা, আমরা যাতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ